সবশেষ বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে খেলেন মাশরাফী বিন মোর্ত্তজা। এরপর প্রায় দেড়মাস সবধরনের ক্রিকেট থেকে নিজেকে গুটিয়ে রাখেন। এমনকি ছিলেন না ডিপিএলের চলতি আসরের শুরু থেকেও। তবে, কোনো অনুশীলন ছাড়াই ফেরার ম্যাচে বল হাতে চমক দেখালেন মাশরাফী।
আজ বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে পাঁচ উইকেট নেন লেজেন্ডস অব রূপগঞ্জের এই ক্রিকেটার। আট ওভার বোলিং করে মাত্র ১৯ রান খরচায় পাঁচ উইকেট নেন এই অভিজ্ঞ ক্রিকেটার। লিস্ট এ ক্যারিয়ারে অষ্টমবারের মতো এই কীর্তি গড়লেন মাশরাফী।
বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাটিং করে ৩৫.৪ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৬ রান তোলে গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে মাত্র ২৮ ওভারে চার উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৭ তোলে রূপগঞ্জ। দলটির হয়ে ব্যাট হাতে ৪৪ বলে সর্বোচ্চ ৪৭ রান করেন তরুণ ক্রিকেটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি বিপিএলে ফরচুন বরিশালের সঙ্গে শেষ ম্যাচ খেলেছিলেন জাতীয় সংসদের হুইপ মাশরাফী। এর পর রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য মাঝপথেই বিপিএল ছাড়েন তিনি। তার পর থেকে জাতীয় সংসদ অধিবেশন ও নিজ আসন নড়াইলে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করেন মাশরাফী। লিস্ট এ ক্রিকেটে ৩৩৫ ম্যাচে ৪৬৪ উইকেট নিয়েছেন তিনি।