ভিন্ন এক তামিমের জন্মদিন!

ভিন্ন এক তামিমের জন্মদিন!

তামিম ইকবাল খান কখনও স্বভাবজাত, কখনও স্বভাববিরুদ্ধ। ডাউন দ্য উইকেটের প্রতি পদক্ষেপে সীমানা ছাড়া করেছেন উৎকণ্ঠাকে, আলিঙ্গন করেছেন ভালোবাসাকে। সেসব এতদিন ফুল হয়ে ঝরেছিল ভক্তদের বাগানে, এখন বিঁধছে কাটা হয়ে। তামিম একটা সময় আলোচনায় ছিলেন খেলার জন্য। দেশসেরা ওপেনার তার ক্রিকেটীয় ছন্দ আর দ্বন্দ্ব নিয়ে আলোচনায় থাকবেন, এটিই স্বাভাবিক।

তামিম এখন যতটা না খেলা নিয়ে আলোচনায়, তার চেয়ে বেশি আলোচনায় খেলার বাইরের বিষয় নিয়ে। স্পষ্ট করে দেওয়া ভালো, পুরো আলোচনাই ক্রিকেট বহির্ভূত। সমালোচিত হচ্ছেন বারবার নিজ দোষেই। তবে, কাকতালীয় ব্যাপার হচ্ছে, তামিমের জন্মদিন মানেই যেন বাংলার ক্রিকেটে গল্পের আনাগোনা। এবারের জন্মদিনেও তার ব্যত্যয় ঘটেনি। ২০ মার্চ, তামিমের আগমন ঘটে পৃথিবীতে। ১৯ মার্চ ২০২৪ এ, আলোচনা বেফাঁস ফোনালাপ নিয়ে। পরদিন, মানে আজ তিনি জানাবেন ফোনালাপের আদ্যোপান্ত।

গত কয়েক বছরে তামিমের প্রতিটা জন্মদিনের ঠিক আগে আগে টিম বাংলাদেশে তৈরি হয়েছে একেকটি গল্প। কোনোটি হাহাকারের, কোনোটি উল্লাসে ফেটে পড়ার, কোনোটি রেকর্ড গড়ার।