অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। তবে এ বিষয়ে সব্যসাচীর পরিবার কিছুই জানাচ্ছে না গণমাধ্যমকে।
কলকাতার গণমাধ্যামগুলো জানাচ্ছে, সব্যসাচীর পেসমেকার বসানো হতে পারে।
অভিনেতার স্ত্রী মিঠু চক্রবর্তী কোনো তথ্য না জানালেও এটা নিশ্চিত করেছেন ফেলুদাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মিঠু বলেন, আমি এখন খুব ব্যস্ত। ও বেলায় গিয়ে পরিস্থিতি দেখে তার পর মন্তব্য করব।
সম্প্রতি পুত্র গৌরব ও পুত্রবধূ ঋদ্ধিমা ঘোষের সন্তান ধীরের অন্নপ্রশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সব্যসাচী। নিজে দাঁড়িয়ে থেকে সব কিছুর তদারকি করেছেন। নাতির সঙ্গে সময় কাটাতে যে পছন্দ করেন সব্যসাচী, সে কথাও এর আগে জানিয়েছিলেন গৌরব। আপাতত সব্যসাচীর শারীরিক অসুস্থতার খবরে চিন্তিত অনুরাগীদের একাংশ।
সম্প্রতি জানা গেছে, তিনি শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’ ছবিতে অভিনয় করছেন।