প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা পরী মণি। গোয়েন্দা গল্পনির্ভর সিনেমাটি বানাচ্ছেন নির্মাতা দেবরাজ সিনহা। এ সিনেমার মাধ্যমে প্রথমবার গোয়েন্দা চরিত্রে দেখা দিচ্ছেন সোহম চক্রবর্তী।
সিনেমার শুটিংয়ের জন্য এরই মধ্যে কলকাতায় পৌঁছেছেন পরী। ২৬ মার্চ থেকে ফেলুবকসির শুটিং শুরু হওয়ার কথা। শুটিং শুরুর কয়েক দিন আগে আরেক খবর জানালেন নির্মাতা দেবরাজ। এ সিনেমায় পরী মণি ছাড়াও রয়েছেন আরেক নায়িকা। তিনি মধুমিতা সরকার। পরী ও মধুমিতা—দুই দেশের দুই নায়িকা কাজ করছেন একই সিনেমায়।
স্টার জলসার ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালে পাখি চরিত্রে অভিনয় করে পরিচিতি পান মধুমিতা সরকার। এরপর আরও কয়েকটি সিরিয়ালের পর তিনি থিতু হন সিনেমা ও ওয়েব কনটেন্টে। ‘লাভ আজকাল পরশু’, ‘চিনি’, ‘কুলের আচার’, ‘দিলখুশ’, ‘চিনি ২’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন মধুমিতা।
অন্যদিকে, পরী মণিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত ভালোবাসা দিবসে। ‘বুকিং’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে হাজির হয়েছিলেন তিনি। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় সিনেমাতে তার সঙ্গে আছেন এবিএম সুমন।
এদিকে দেশে সম্প্রতি রেজা ঘটকের নির্মাণে ‘ডোডোর গল্প’ সিনেমার কাজ সেরেছেন পরী। এছাড়া ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় একটি ওয়েব সিরিজেও কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।