মিরাজের জোড়া উইকেটে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে

মিরাজের জোড়া উইকেটে ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছেন বাংলাদেশি বোলাররা। দেড়শ পার হতেই লঙ্কানদের নেই সাত উইকেট। দুনিথ ভেল্লালাগে ও ওয়ানিন্দু হাসারাঙাকে ফিরিয়ে দলটিকে সর্বশেষ ধাক্কা দেন মেহেদী হাসান মিরাজ। ভেল্লালাগেকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করেন মিরাজ। আউট হওয়ার আগে ১৮ বল খেলে মাত্র এক রান করেন ভেল্লালাগে। ১১ রান করা হাসারাঙাকে বোল্ড করেন মিরাজ।
 

জানিথ লিয়ানাগের অর্ধশতকে লড়াই করছে লঙ্কানরা।

লঙ্কানদের প্রতিরোধ ভাঙলেন রিশাদ

আজ সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। মাঝে ম্যান্ডিস-আসালাঙ্কা কিছুটা প্রতিরোধ গড়লেও তাদের জুটি বড় হয়নি। দলীয় ৭৪ রানের মাথায় রিশাদের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ম্যান্ডিস। আউটের আগে করেন ৫১ বলে ২৯ রান।

তাসকিনের জোড়া আঘাত, চাপে শ্রীলঙ্কা

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। তাসকিনের বোলিং তোপে দলীয় ১৫ রানের মাথায় দুই উইকেট হারাল লঙ্কানরা। নিশানকার পরে এবার সাজঘরে ফিরলেন আভিষ্কা ফার্নান্দো। দলীয় ১৫ রানের মাথায় তাসকিনের বলে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ডানহাতি ব্যাটার। ৬ বল খেলেও ৪ রানের বেশি করতে পারেনি তিনি।

তাসকিনের হাত ধরে প্রথম সাফল্য

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। দলীয় ১ রানের মাথায় পাথুম নিশানকার উইকেট হারায় দলটি। তাসকিনের স্ট্যাম্প করিডোরে করা বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। আউটের আাগে সাত বলে মাত্র ১ রান করেন তিনি।

বাংলাদেশকে বোলিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। লিটন, সাকিব আর তাইজুলের পরিবর্তে সুযোগ পেয়েছেন বিজয়, রিশাদ ও মুস্তাফিজ। আগের দুটি ওয়ানডেতে শিশিরের প্রভাব ছিল। শিশিরের কারণে দুই দলই ভুগেছে। প্রথম ম্যাচে শিশির থাকায় জিততে পারেনি শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে একই কারণে হেরে গেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে অবশ্য শিশির নিয়ে ভাবনা নেই। পুরো ম্যাচই দিনের আলোতে।