শনিবার (১৬ মার্চ) দিবাগত রাতে দেশের অন্যতম বৃহৎ কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২টি পাইকারি কাপড়ের দোকান পুড়ে গেছে।
বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে শনিবার দিবাগত রাত ২টার দিকে শেখেরচর বাবুরহাটে ভয়াবহ এই অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জনা যায়, রাত ২টার দিকে হঠাৎ জিয়া উদ্দিন মার্কেটের গজ কাপড় ও তোষকের মোড়ক বিক্রির একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদবধী, নরসিংদী, পলাশ, আড়াই হাজার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গজ কাপড় ও তোষকের মোড়কের পাইকারি দোকানের প্রায় ৯০ শতাংশ কাপড় পুড়ে যায়। এদিকে দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।
এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে শেখেরচর বাজারের সার্টিং পট্টিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান ভস্মিভূত হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।