জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রী অবন্তিকার আত্মহত্যার ঘটনায় সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও তার সহপাঠী আম্মানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে দাবি করেছেন অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন। আজ রোববার (১৭ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
মহিদ উদ্দিন বলেন, ‘ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার প্ররোচণার অভিযোগে কুমিল্লা কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। ওই মামলার ভিত্তিতে কুমিল্লা পুলিশের চাওয়া অনুযায়ী দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।’
পুলিশের এ কর্মকর্তা আরও জানান, ইতোমধ্যে দোষীদের কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা এ ঘটনায় গ্রেপ্তার দুজনের সংশ্লিষ্টতা পেয়েছি।