আনুষ্ঠানিক বিচ্ছেদের পরও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ মাহিয়া মাহি

আনুষ্ঠানিক বিচ্ছেদের পরও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ মাহিয়া মাহি

দ্বিতীয় স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

গণমাধ্যমকে দেওয়া মাহির ভাষ্য, ‘আমরা দুজনেই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ। ওর সঙ্গে আমার সম্পর্ক নেই, কিন্তু ও ফারিশের ব্যাপারে এতটা কেয়ারিং, আমার মনে হয় পৃথিবীতে এমন বাবা পাওয়াটা খুব টাফ।’ 

আনুষ্ঠানিক বিচ্ছেদের পরও রাকিবের প্রশংসায় পঞ্চমুখ মাহিয়া মাহি। অভিনেত্রী বলেছেন, ‘আমার জীবনের যতটুকু রাজনৈতিক অর্জন করেছি, সবটাই ওর জন্য। একটা পোস্টার থেকে শুরু করে রাজনৈতিক যেকোনো কিছু, ও এত সুন্দর করে সব গুছিয়ে দিয়েছে আমাকে, একা হলে কখনোই পারতাম না। এর পেছনে সব কৃতিত্বই রাকিবের। ও মানুষটা অনেক ভালো, এই তিনটা বছর আমি তাঁকে কাছ থেকে দেখেছি। সে ভীষণ ভালো একজন মানুষ, পরোপকারী। কিন্তু আমার প্যাটার্ন এবং ওর প্যাটার্ন আলাদা, দ্যাটস ইট।’

কাজের প্রসঙ্গে মাহি বলেন, ‘অলরেডি কাজ শুরু করে দিয়েছি। কিন্তু প্রোডাকশন হাউসগুলোর একটা বিধিনিষেধ থাকে যে তারা আমাকে কীভাবে আনবে, ওই ব্যাপারটা আছে। কাজ আমি শুরু করে দিয়েছি, ঈদের পর থেকে পুরোদমে কাজ শুরু করব, ইনশা আল্লাহ। শাকিব খান প্রসঙ্গ এলে মাহি বলেন, তিনি বড় মাপের একজন শিল্পী। এমন শিল্পী অনেক যুগ পরে একজন করে আসে। তাঁর সঙ্গে নিজের তুলনা আমি করব না। কিন্তু চলচ্চিত্রে থাকলে অনেক ভালো জায়গায় থাকতে পারতাম।’