দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজারে আগুন

দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজারে আগুন

দেশের বৃহত্তম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে মার্কেটের ৩২টি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতির শঙ্কা করছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শনিবার (১৬ মার্চ) রাত পৌনে ১টার দিকে শেখেরচর বাবুরহাট বাজারের সাত তালার মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান। 

তিনি বলেন, ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনই কতটি দোকান পুড়েছে বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা পুরোপুরি ভাবে জানা যায়নি।  

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও নরসিংদী পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান। 

জিয়া উদ্দিন মার্কেটের মালিক মো. কামরুজ্জামান বলেন, খবর পেয়ে  ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে থ্রিপিস, বিছানার চাদর ও তোশকের কাপড়ের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এসব দোকান থেকে কোনো কাপড় সরানো যায়নি। অগ্নিকাণ্ডে ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পরে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। 

নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি বলেন, ‘খবর পেয়ে আমাদের মোট ৭ ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।