রাজধানীর পল্লবীতে ফয়সাল ওরফে রাসেল (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় রাশেদ ওরফে রানা ওরফে রানু (২২) নামে আরেক যুবক ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পল্লবীর সেকশন-১২ নম্বর এলাকার ১৩ নম্বর রোডে এই ঘটনা ঘটে।
শনিবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।
জানা গেছে, পল্লবীর কিশোর গ্যাং রাব্বী ও সামি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন থেকে দ্বন্দ্ব চলে আসছিল। গতকাল শুক্রবারও তারা এলাকায় মহড়া দিয়েছে। আজ রাব্বী গ্রুপের সদস্যরা সুযোগ পেয়ে সামি গ্রুপের সদস্যদের ওপর হামলা চালায়।
পুলিশ বলছে, নিহত রাসেল কারচুপির কাজ করতেন। মিরপুর-১২ রোড-৫ বিহারী ক্যাম্পে থাকতেন। তার বাবার নাম শাহাদাত হোসেন।
নিহতের মামাতো ভাই স্বপন গণমাধ্যমকে জানান, তারা একটি ইফতার পার্টিতে অংশ নিতে পল্লবী থানা এলাকায় যান। এ সময় রাব্বি, শাহীন, লাভলী, আকাশ, সাইমনসহ আরও ১০ থেকে ১২ জন মিলে তাদের ওপর হামলা চালায়। এতে রাসেল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ওসি অপূর্ব হাসান বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করছি। কেন, কীভাবে ও কারা এমন হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। তবে, দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে।’