সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 

আজ শনিবার (১৬ মার্চ) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত সংসদ সদস্য আব্দুল হাইয়ের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই আজ শনিবার সকাল ৬টার দিকে ব্যাংককের বামরুনগাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।