ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুর ২টায় একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন ফেরদৌস। সঙ্গে রয়েছেন মা, শাশুড়ি এবং বোন।
ঢাকা ছাড়ার আগে ফেরদৌস গণমাধ্যমকে বলেন বলেন, ‘আমার মা, শাশুড়ি মা এবং বোনকে নিয়ে যাচ্ছি ওমরাহ করতে। ইচ্ছে ছিল আমার স্ত্রী এবং মেয়েকে সঙ্গে নেওয়ার। কিন্তু তাদের ব্যস্ততার কারণে এবার একসঙ্গে যেতে পারছি না। আল্লাহ চাইলে আগামীতে স্ত্রী সন্তানকে নিয়ে আবার যাবো। সৃষ্টিকর্তার কাছে দেশের মানুষের জন্য দোয়া করব। সবাই সুস্থ ও সুন্দর থাকুক এটাই কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
ওমরা পালন শেষে আগামী ২১ মার্চ দেশে ফিরবেন ফেরদৌস আহমেদ।