চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের সুজন আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রিপা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিপা বেগম। এ সময় আহত হন স্বামী সুজন আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।