রাজধানীর মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স কবরস্থানে রবীন্দ্র সংগীতশিল্পী সাদি মহম্মদের দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) বাদ জোহর জানাজা নামাজ শেষে দুপুর ২টা ১০ মিনিটে তাকে দাফন করা হয়েছে। শিল্পীর পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান সাদি মহম্মদ। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মোহম্মদপুরের নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
সাদি মহম্মদ বিশ্বভারতী শান্তিনিকেতন থেকে রবীন্দ্র সংগীতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। সাদি মহম্মদ একাধারে শিল্পী, শিক্ষক ও সুরকার ছিলেন। অসংখ্য সিনেমা ও নাটকে প্লেব্যাক করেছেন তিনি।
২০০৭ সালে ‘আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে’ অ্যালবামের মাধ্যমে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।
২০১২ সালে চ্যানেল আইয়ের ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ এবং ২০১৫ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।