জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তার অভিযোগে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে সাময়িক বরখাস্ত এবং সহকারী অধ্যাপক সাজন শাহকে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়য়ুন কবীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে ছাত্রীকে যৌন হয়রানি ও হেনস্তায় জড়িতদের বিচার দাবিতে গত ৪ মার্চ থেকে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধসহ আন্দোলন কর্মসূচি করে আসছে ওই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে অনুপস্থিত দেখিয়ে পরীক্ষায় জরিমানা আদায়, নম্বর কম দেওয়া ও থিসিস পেপার আটকে যৌন হয়রানি করেন এই দুই শিক্ষক। এরপরই সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।