টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন

টিকটক নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল অনুমোদন

টিকটকের চাইনিজ স্বত্ত্বাধিকার কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নয়তো যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম নিষিদ্ধ করতে প্রতিনিধি পরিষদে গতকাল বুধবার (১৩ মার্চ) সর্বসম্মতিক্রমে একটি বিল পাস হয়েছে। খবর এএফপির।
 

যুক্তরাষ্ট্রের আইনসভার এই সিদ্ধান্তটি ভিডিও শেয়ারিং অ্যাপটির জন্য একটি বড় ধরনের ধাক্কা। সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয় এই অ্যাপটি চীনা মালিকানা ও কমিউনিস্ট পার্টির প্রতি বশ্যতা স্বীকার করে নেওয়ার কারণে তার অবস্থান নিয়ে বেশ স্নায়ুর চাপে রয়েছে।

প্রতিনিধি পরিষদে ৩৫২ জন আইনপ্রণেতা প্রস্তাবের পক্ষে ভোট দেন, আর বিপক্ষে ভোট পড়ে ৬৫টি। অ্যাপটির বিরুদ্ধে রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যদের এই অবস্থান অনেককে বিস্মিত করেছে কেননা যুব সমাজ এই অ্যাপটির প্রতি ভীষণ অনুরাগী আর ভোটের এই বছরে কোনো পক্ষই যুবাদের ভোট হারাতে চাইবে না।

ভোটাভুটির পর রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বলেন, ‘আজকের এই দ্বিপাক্ষীয় ভোট এই বিষয়টিকেই পরিষ্কার করছে, আমেরিকানদের প্রভাবিত করতে চীনা গোয়েন্দা তৎপরতার বিরুদ্ধে আমাদের শত্রুকে চিহ্নিত করতে একটি সংকেত দিচ্ছে।’

স্পিকার মাইক জনসন আরও বলেন, ‘আমি সিনেটকে বিলটি পাসের জন্য আহ্বান জানাচ্ছি, যাতে এটাকে প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে আইনে পরিণত করা যায়।’

তবে সিনেটে বিলটি পাস হবে কিনা সে ব্যাপারে কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। কেননা এ ধরনের উদ্যোগ নিতে কেউ কেউ শঙ্কা প্রকাশ করেছেন, কারণ যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটি ব্যবহারকারী রয়েছে।