পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে ইসলামী বইমেলা। গতকাল সোমবার (১১ মার্চ) থেকে শুরু হয়েছে এই বইমেলা, চলবে মাসব্যাপী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে আয়োজিত এ মেলা পুরো রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে।
জানা গেছে, এবারের মেলায় মোট ৬৪টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে ৩৫ শতাংশ কমিশন এবং বিশেষ কিছু বই ৫০ শতাংশ থেকে ৭০ শতাংশ কমিশনে পাওয়া যাবে। এ ছাড়া অন্যান্য প্রকাশনা সংস্থার স্টলেও রমজান মাস উপলক্ষে ছাড়ে বই বিক্রি হবে।
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান গতকাল বিকেলে মেলার উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি বইমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।