রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজধানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাইদুর রহমান সানীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার (১১ মার্চ) দিনগত রাতে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়।
 

আজ মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে বিষষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র এএসপি শিহাব করিম বলেন, সাইদুর রহমান সানী ২০১৬ সালের ১৮ অক্টোবর ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বংশাল থানার মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার হয়ে চার মাস জেলহাজতে থাকার পর আদালতে জামিন পান। কিন্তু তিনি নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।

শিহাব করিম আরও বলেন, তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সানী পলাতক থাকা অবস্থায় আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ মামলাটির বিচারিক কার্যক্রম শেষে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে পাঁচ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর থেকে সানী পলাতক ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়িয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের পরিচয় গোপন করে আত্মগোপনে থাকতেন তিনি।