সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকারা বিভিন্ন মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করেন। প্রকাশ করেন মনের ভাবও। কেউ প্রতিদিন করেন, কেউবা কিছুদিন পরপর। বাংলাদেশি বিনোদন অঙ্গনের কয়েকজন তারকার ফেসবুকে চোখ বুলিয়ে নেওয়া যাক।
‘দরদ’, ‘রাজকুমার’ ও ‘তুফান’—এই তিন ছবি নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন শাকিব খান। এরই মধ্যে ‘তুফান’ ছবিতে তাঁর দুই নায়িকা কারা থাকছেন, সেই খবরও মিলেছে। জানা গেছে, এই ছবিতে শাকিব খানের বিপরীতে বাংলাদেশ থেকে নাবিলা ও ভারত থেকে মিমি চক্রবর্তী অভিনয় করবেন। ‘তুফান’ ছবিটি এ বছরের ঈদুল আজহায় দেশ–বিদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে ঈদুল ফিতরে মুক্তি পাবে এই ঢালিউড তারকার ‘রাজকুমার’। যুক্তরাষ্ট্রে ‘রাজকুমার’ ছবির শুটিং সময়ের একটি স্থিরচিত্র পোস্ট করে ভালোবাসা ইমোজি দিয়ে শাকিব খানের ফেসবুক পেজের ক্যাপশনে জুড়ে দেওয়া হয়েছে, ‘রাজকুমার’, আসছে এই ঈদুল ফিতরে।