অন্ধ গোয়েন্দার চরিত্রে চঞ্চল, ঈদে আসছে ভিকির সিরিজ ‘রুমি’

অন্ধ গোয়েন্দার চরিত্রে চঞ্চল, ঈদে আসছে ভিকির সিরিজ ‘রুমি’

‘রুমি’ শিরোনামে নতুন একটি ওয়েব সিরিজ মুক্তি পেতে যাচ্ছে আসন্ন ঈদে। যেখানে অন্ধ গোয়েন্দার চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। 

সিরিজটি পরিচালনা করেছেন নির্মাতা ভিকি জাহেদ। এবারই প্রথম ভিকির নির্দেশনায় কোনো কনটেন্টে কাজ করলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল।

সিরিজ সংশ্লিষ্ট সূত্রে এনটিভি অনলাইন জেনেছে, এতে একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। যেখানে একটি দুর্ঘটনা অন্ধ হয়ে যান তিনি। এরপরও তিনি একেক পর এক জটিল রহস্যের সমাধান করতে থাকেন। রহস্যে ঘেরা থ্রিলার ধাঁচের একটি গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রুমি’। সংশ্লিষ্টরা এখনই এ ব্যাপারে মুখ খুলতে চাননি।

চঞ্চল ছাড়াও অভিনয় করেছেন আবদুন নূর সজল, রিকিতা নন্দিনী শিমু, দীপা খন্দকার। আসন্ন ঈদে উপলক্ষে হইচইতে সিরিজটি মুক্তি পেতে পাবে।

ভিকি জাহেদের নির্মাণে সর্বশেষ ‘টিকিট’ ও ‘আরারাত’ নামে দুটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। যেখানে নিজের নামের সঙ্গে সুবিচার করতে পারেননি নির্মাতা।