চাঁদ দেখা গেছে, পবিত্র রমজান শুরু

চাঁদ দেখা গেছে, পবিত্র রমজান শুরু

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আজ সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। সে হিসেবে আজ রাতে ১৪৪৫ হিজরির রমজান মাসের প্রথম রোজার তারাবির নামাজ পড়বেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোররাতে সাহরী করবেন তাঁরা। আর সুবেহ সাদেক থেকে শুরু করবেন প্রথম দিনের মতো সিয়াম সাধনা।  

আজ সন্ধ্যায়  বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। 

সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে।