চন্দ্রনাথে উঠতে গিয়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ আড়াই হাজার

চন্দ্রনাথে উঠতে গিয়ে পুণ্যার্থীর মৃত্যু, অসুস্থ আড়াই হাজার

চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথ মন্দিরে ওঠার সময় ভিড়ে আটকা পড়ে দিলীপ সাহা (৫৫) নামে এক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া মেলার দুইদিনে চন্দ্রনাথে উঠতে গিয়ে অসুস্থ হয়েছেন প্রায় আড়াই হাজার তীর্থযাত্রী।

শনিবার (৯ মার্চ) বিকেলে মহাতীর্থের চন্দ্রনাথ ধামের বীরুপাক্ষ মন্দিরের তলদেশে এ ঘটনা ঘটে। নিহত পুণ্যার্থী বরিশাল জেলার রবি সাহার ছেলে।
নিহত দিলীপের শ্যালক মানিক সাহা জানান, তারা বরিশাল থেকে সকাল সাড়ে ৮টায় সীতাকুণ্ডে আসেন। দুপুরের পর তারা চন্দ্রনাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে রওনা দেন। ভিড় ঠেলে বীরুপাক্ষের অনেকটা কাছাকাছি গিয়ে উঁচু একটি জায়গায় আটকা পড়েন। দীর্ঘক্ষণ আটকে থাকার পর ভিড়ের চাপে অসুস্থ বোধ করেন দিলীপ। এক পর্যায়ে বুকের ব্যথায় পাহাড়ি রাস্তার মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই মারা যান। পরে স্বেচ্ছাসেবকের মাধ্যমে ফায়ার সার্ভিসকে জানালে তারা ইকোপার্ক হয়ে মরদেহ নিচে নামিয়ে আনেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, তীর্থ দর্শনে পাহাড়ে ওঠার সময় স্ট্রোক করে এক মধ্যবয়সী পুণ্যার্থী নিহত হন।