স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি দিনদিন জনপ্রিয়তা হারাচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) জনপ্রিয়তা আকাশচুম্বী। এ দেশের মানুষ বিশ্বাস করে যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন পথ হারাবে না বাংলাদেশ। গত নির্বাচনের বিষয়ে বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে।
আজ শনিবার (৯ মার্চ) পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের কারাগারে কোনো রাজবন্দি নেই। কারাগারে যারা আটক আছে তারা বিএনপির অ্যাক্টিভিস্ট। তারা বিভিন্ন মামলার আসামি। আমরা ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছি।’
মন্ত্রী বলেন, আমাদের দেশে গত নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। নির্বাচন কোনো ধরনের কারচুপি হয়নি। বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিদেশিদের বিভ্রান্ত করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি যখনই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তখনই পুলিশ বাহিনী জীবনের ঝুঁকি নিয়ে ষড়যন্ত্র রুখে দিয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।