মুন্সীগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিপুল ভোটে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জগ প্রতীকের চৌধুরী ফাহরিয়া আফরিন। তার প্রাপ্ত ভোট ২১ হাজার ৯৯৪। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নারিকেল গাছ প্রতীকের এসএম মাহাতব উদ্দিন কল্লোল পেয়েছেন মাত্র ৬১০ ভোট।
এতে বেসরকারিভাবে ২১ হাজার ৩৮৪ ভোট বেশি পেয়ে তিনি মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হলেন।
চৌধুরী ফাহরিয়া আফরিন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিণী এবং মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের পুত্রবধূ।
উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য জন্য মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়। একই পদে তার সহধর্মিণী বিপুল ভোটে নির্বাচিত হয়ে পদটি পুনরুদ্ধার করলেন।