ময়মনসিংহে দুপুর পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে, কুমিল্লায় ২৫

ময়মনসিংহে দুপুর পর্যন্ত ২৭ শতাংশ ভোট পড়েছে, কুমিল্লায় ২৫

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আজ শনিবার (৯ মার্চ) নির্বাচন কমিশনের অ্যাপসের পাওয়া তথ্য মতে, কুমিল্লা সিটি নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ২৫ শতাংশ ও ময়মনসিংহ সিটিতে ২৭ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সকাল থেকে স্থানীয় সরকারের ২৩১ নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। সকালে কুমিল্লা সিটি নির্বাচনের একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

অতিরিক্ত সচিব বলেন, দুই সিটির নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা সিটি মেয়র পদে উপনির্বাচনে ২৫ শতাংশ ভোট পড়েছে। আর ময়মনসিংহ সিটিতে ভোট পড়েছে ২৭ শতাংশ।

কুমিল্লা সংঘর্ষ নিয়ে রিটার্নিং অফিসার  বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের ৭৪, ৭৫ ও ৭৬ নম্বর কেন্দ্র তিনটি পাশাপাশি। গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, এতে আহত হয়েছে দুজন। তবে এ ঘটনা কেন্দ্রের বাইরে।