দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক

দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ যুবক আটক

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ আল মামুন মণ্ডল (২৮) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কাল শুক্রবার (৮ মার্চ) বিকেলে তাঁকে আটক করা হয়।
 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক, অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে সুলতানপুর সীমান্তের ৭৮/৮ নং মেইন পিলারের কাছ থেকে আল মামুনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক হওয়া আল মামুন মণ্ডলের বাড়ি দর্শনা থানার ঝাঝাডাঙ্গা গ্রামে।

এ ব্যাপারে হাবিলদার আব্দুল হাকিম বাদী হয়ে দর্শনা থানায় আল মামুন মণ্ডলকে আসামি করে দর্শনা থানায় হস্তান্তর এবং জব্দ করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।