এস আলমের গুদামের ৮০ শতাংশ চিনি রক্ষা করা গেছে: ফায়ারের ডিজি

এস আলমের গুদামের ৮০ শতাংশ চিনি রক্ষা করা গেছে: ফায়ারের ডিজি

এস আলম রিফাইন্ড সুগার মিলে অগ্নিকাণ্ডে মিলের গুদামে থাকা অপরিশোধিত চিনির সবটাই পুড়ে যায়নি। গুদামের ৮০ শতাংশ অপরিশোধিত চিনি রক্ষা করা গেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

তিনি বলেন, ‘কারখানায় এক লাখ মেট্রিক টন চিনির কাঁচামাল মজুত ছিল। এর মধ্যে ৮০ শতাংশ রক্ষা করা সম্ভব হয়েছে।’
 

বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে চট্টগ্রামে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘সেনা, নৌ ও বিমান বাহিনীর ১৮টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছু কিছু জায়গায় এখনো হালকা আগুন দেখা যাচ্ছে। আজ বিকেলের মধ্যে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হবে।’
এর আগে, আজ বৃহস্পতিবার ভোরে কারখানার আগুন নিয়ন্ত্রণে আসে। গত ৪ মার্চ বিকেল পৌনে ৪টার দিকে কর্ণফুলী থানার এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনিকলে আগুন লাগে। এরপর খবর পেয়ে বিকেল ৩টা ৫৩ মিনিটে স্থানীয় পাঁচটি ফায়ার স্টেশনের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্ট গার্ড।