গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মহারাজপুর দুয়ারীডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে আকাশ মাতুব্বর (১৭) নামের এক ভ্যানচালকের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের এক মাস পর আজ বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতলচন্দ্র পাল ওই ভ্যানচালকের মরদেহটি উদ্ধার করেন।
হত ভ্যানচালক আকাশ মাতুব্বর ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার দামদরদী গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে।
আকাশের বাবা শাহ আলম মাতুব্বর জানান, গত ৬ ফেব্রুয়ারি দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি আকাশ। অনেক খোঁজাখুঁজির করে পরের দিন ৭ ফেব্রুয়ারি মুকসুদপুর উপজেলার খালিসাকান্দি কবরস্থানের পাশের বাগান থেকে আকাশের ভ্যান এবং একটি জুতা খুঁজে পান।
এ বিষয়ে নিহত আকাশের বাবা শাহ আলম মাতব্বর ৯ ফেব্রুয়ারি নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, দুয়ারি ডাঙ্গা গ্রামের সাইফুল মুন্সীর পুকুরের কচুরিপানা পরিস্কার করতে গিয়ে একটি বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ভ্যানচালক আকাশের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।