গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১৫

গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ১৫

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় এ ঘটনা ঘটে।
 

আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজাদুল ইসলাম জানান, গাড়ির গ্যারেজে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আগুন ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের পর আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সবাই স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও জানান তিনি।