কর্ণফুলীতে ১২ ঘণ্টার ব্যবধানে ফের আগুন

কর্ণফুলীতে ১২ ঘণ্টার ব্যবধানে ফের আগুন

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলায় ১২ ঘণ্টার ব্যবধানে ফের আগুনে তিনটি গোডাউন ও চারটি ভাড়া বাসা পুড়ে গেছে। এতে ২০ লাখ টাকার অধিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
 

আজ বুধবার (৬ মার্চ) দুপুরে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আয়ুব বিবি সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মকর্তা শোয়াইব হোসেন মুন্সি ও সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে কর্ণফুলী ফায়ার সার্ভিসের এক ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, খোয়াজনগর গ্রামের একটি বাড়ির ভাড়াটিয়া পাখি আক্তার লাকড়ির চুলায় ভাত রান্না অবস্থায় রেখে ভুলক্রমে পাশের গার্মেন্টসে চাকরিতে চলে যায়। ওই চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।

সেই আগুন নিমিষে ছড়িয়ে পড়ে পাশের মো. আকাশ, ইয়ার মোহাম্মদ ও পারভিন আক্তারের বাসাসহ আজিজ মাস্টারের মুদি দোকানের গোডাউন, স্ক্র্যাপের গোডাউন ও ইরানি টেইলার্সের গোডাউনে। পরক্ষণেই আগুনে সব গোডাউন ও ঘরসহ তিনটি ভ্যান গাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে পাশে থাকা হাজী মনির আহম্মেদ পাঁচতলা ভবনের দেওয়ালও ধোঁয়ায় কালো হয়ে যায়।