ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামে শক্রতা করে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মাছ মারা যাওয়ার ঘটনায় পুকুর মালিক আজ বুধবার (৬ মার্চ) থানায় জিডি করার প্রস্তুতি নিয়েছেন।
বুধবার সরেজমিন গিয়ে দেখা যায়, উত্তর শিবপুর গ্রামের মো. হাশেম শেখের শিবপুর মাঠে দুই একর জমির ওপর একটি পুকুরে বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ বিষের কারণে মরে পচে পানির উপরে ভাসছে।
মো. হাশেম শেখ জানান, সোমবার রাতে কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ দেয়। মঙ্গলবার সকালে আমার এক প্রতিবেশি পুকুরে মরা মাছ দেখে খবর দিলে পুকুরে গিয়ে দেখি পুকুরে থাকা ছোট বড় সকল মাছ মরে ভেসে উঠেছে। প্রায় ৫ লাখ টাকার মাছ মারা গেছে।
মাছ মারা যাওয়ার ঘটনায় থানায় জিডির প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, গত বছর এই সময় এই পুকুরে বিষ দিয়ে ৭ থেকে ৮ লাখ টাকার মাছ মেরে ফেলেছিল।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা আমাদের জানানো হয়নি। খোঁজ নিয়ে দেখছি।
বোয়ালমারি থানার অফিসার ইনচার্জ মো. সহিদুল ইসলাম বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মারার কোন ঘটনা এখন পর্যন্ত কেউ জানায়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।