ভোলার মনপুরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) দিনগত রাত সোয়া ১২টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের চৌধুরী বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চেয়ারম্যান প্রার্থী লোকমান হাওলাদার (আনারস মার্কা) ও মেম্বার প্রার্থী খোরশেদ মেম্বারের (তালা মার্কা) সমর্থকরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে মনপুরা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে মনপুরা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে বড় ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এ প্রসঙ্গে ওসি জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। আমার পুলিশ সদস্যও আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’