কি হয়েছিলো হঠাত ফেসবুকে

কি হয়েছিলো হঠাত ফেসবুকে

বিভ্রাট কাটিয়ে এক ঘণ্টা পর ফিরলো মেটার জনপ্রিয় ৩ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার পর থেকে পুনরায় এ তিন মাধ্যমে ঢুকতে পারছেন ব্যবহারকারীরা।

তবে ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো ধীরগতি বলে জানিয়েছেন ঢাকার অনেক ব্যবহারকারী।
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে হঠাৎ ফেসবুকে বিভ্রাট দেখা দেয়। হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি স্বয়ংক্রিয়ভাবে লগআউট হয়ে পড়ে। পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগইন করতে গেলেও তা সম্ভব হচ্ছিল না।
বাধ্য হয়ে নিজের আইডি হ্যাকারের কবলে পড়লো কি না, তা নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন। ব্যবহারকারীরা একে-অপরের কাছে খোঁজ নিচ্ছিলেন।
মেটার প্রধান যোগাযোগ কর্মকর্তা অ্যান্ডি স্টোন মাইক্রো ব্লগিং সাইট এক্সে বলেছেন, ‘আজ একটি কারিগরি ত্রুটির কারণে আমাদের কিছু সেবা ব্যবহার করতে পারছিলেন না সাধারণ মানুষ। আমরা যতটা দ্রুত সম্ভব এ সমস্যার সমাধান করেছি। যারা এ সমস্যার মুখোমুখি হয়েছিলেন তাদের সবার কাছে আমরা ক্ষমা চাইছি।’
এদিকে, যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল মেটার নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়েছিল। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়ে মঙ্গলবার।