নারায়াণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকা থেকে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ওই এলাকার শান্তা পাম্পের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জরুরি সেবার ৯৯৯-এর মাধ্যমে এলাকাবাসী মরদেহ পড়ে থাকার সংবাদ দেয়। এরপর তারা ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারিপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কম্বল পেঁচানো অবস্থায় এক মহিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।