হালুয়াঘাটে বুনো হাতির আক্রমণে যুবক নিহত

হালুয়াঘাটে বুনো হাতির আক্রমণে যুবক নিহত

ময়মনসিংহের হালুয়াঘাটে ভারতীয় বুনো হাতির পায়ের নিচে পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মো. সাইফুল ইসলাম (৩৫) হালুয়াঘাট উপজেলার মহিশলেটি গ্রামের আব্দুল হালিমের ছেলে ।

গতকাল সোমবার (৪ মার্চ) গভীররাতে ভারতীয় বুনো হাতি বাংলাদেশের মহিশলেটি গ্রামে  প্রবেশ করে শশা ক্ষেত নষ্ট করছিল। খবর পেয়ে হাতি তাড়াতে গেলে হাতি পাল্টা ধাওয়া দিয়ে সাইফুলকে ভারতীয় সীমান্তের ১১২১ নম্বর পিলারের কাছে নিয়ে যায়। এক পর্যায়ে হাতির আক্রমণে সাইফুল মারাত্মভাবে আহত হন ও ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাতেই স্থানীয়রা ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির  শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করে নিয়ে আসে।

হালুয়াঘাট থানার পুলিশ, বন বিভাগের কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন এবং ইউপি চেয়ারম্যান আলহাজ এম সুরুজ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক এনটিভি অনলাইনকে বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হচ্ছে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।