সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোসা: রেজিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের রশিকনগর-গুটিপাড়া গ্রামের মোঃ আব্দুল হকের স্ত্রী।
মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে সাতটায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রশিকনগর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজ্জাদ হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সকালে রোজিনা বেগম বাড়ী থেকে বের হয়ে পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস তাকে চাপা হলে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে বাসটির নাম ও নাম্বার দিতে পারেনি স্থানীয়রা।