কলোরাডো প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

কলোরাডো প্রাইমারিতে ট্রাম্পকে অযোগ্য ঘোষণার আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

বিদ্রোহ বিরোধী সাংবিধানিক ধারা ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পকে কলোরাডো অঙ্গরাজ্যের প্রেসিডেন্ট প্রাইমারিতে অযোগ্য ঘোষণা সংক্রান্ত একটি আদেশ বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। দেশটির সর্বোচ্চ আদালতের সর্বসম্মত এই রুলিং কলোরাডোর জন্য প্রযোজ্য হলেও তা অন্যান্য রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া আদেশের প্রতি চ্যালেঞ্জ জানাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। খবর বিবিসি।

২০২১ সালে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে দাঙ্গাকে উসকে দেওয়ার অভিযোগে রিপাবলিকান দলের পক্ষে সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে এর আগে প্রেসিডেন্ট প্রাইমারিতে অযোগ্য ঘোষণা করেছিল কলোরাডো রাজ্য। তবে সুপ্রিম কোর্ট গতকাল সোমবার (৪ মার্চ) দেওয়া রুলিংয়ে জানায় রাজ্যগুলির নয় শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কংগ্রেসেরই ক্ষমতা রয়েছে কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার। আর এর ফলে মঙ্গলবার অনুষ্ঠেয় কলোরাডো প্রাইমারিতে ডোনাল্ড ট্রাম্প অংশ নিতে পারবেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে নভেম্বরের সাধারণ নির্বাচনে তিনিই ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মুখোমুখি হতে যাচ্ছেন।

এদিকে গতকাল সোমবার সুপ্রিম কোর্টের রুলিংয়ের পরপরই ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোস্যাল মিডিয়ায় এটিকে আমেরিকার জন্য একটি বড় বিজয় (বিগ উইন ফর আমেরিকা) হিসেবে দাবি করেন। তাৎক্ষণিক এই বার্তাটি তার সমর্থকদের জন্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়।