‘কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ নেই। সব কিছুই স্বাভাবিক আছে। নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।’ আজ সোমবার (৪ মার্চ) প্রচার-প্রচারণার দিন কথাগুলো বলেন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচনে বাস প্রতীকের মেয়র প্রার্থী ডা. তাহসীন বাহার সূচনা। আগামী বৃহস্পতিবার কুমিল্লায় নির্বাচনি প্রচার-প্রচারণা বন্ধ হবে।
আগামী ৯ মার্চ কুমিল্লা সিটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ডা. তাহসীন বাহার সূচনা ছাড়াও নির্বাচনে নগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম হাতি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আছেন সাবেক মেয়র ও বিএনপিনেতা মনিরুল হক সাক্কু। তিনি টেবিল ঘড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আরেক বিএনপিনেতা নিজাম উদ্দীন কায়সার। তিনি ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই উত্তেজনার পারদ উপচে পড়ছে। কুমিল্লা সিটি করপোরেশন উপনির্বাচন সামনে রেখে প্রার্থীরা প্রচার-প্রচারণায় ঘাম ঝরাচ্ছেন।
তাহসীন বাহার সূচনা বলেন, ‘আমি স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। গত চার বছর অন্তত ১০ হাজার রোগীকে জরুরি মুহূর্তে রক্ত সরবরাহ করেছি। করোনার সময় অক্সিজেন সরবরাহ করেছি। এই নির্বাচনে অন্য তিন প্রার্থী একজন আরেকজনকে দোষী সাব্যস্ত করতে উঠেপড়ে লেগেছে। তবে কোনো প্রার্থীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। নগরবাসীর প্রতি আমার বিশ্বাস আছে। তারা আমার প্রতীক বাসকেই বিজয়ী করবে।’