প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বজন হারানোর বেদনা কত কঠিন, সেটা আমার থেকে কেউ বেশি জানে না। আমরা এই ঘটনার বিচার করেছি। আজ সোমবার (৪ মার্চ) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের নিহতদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এখানে বিদ্রোহে ৫৭ অফিসারসহ ৭৪ জন জীবন হারায়। আমরা এ হত্যাকাণ্ডের বিচার করেছি। অপরাধীদের শাস্তি দিয়েছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের নিরাপত্তায় বিজিবি সদাজাগ্রত। তারা দেশের অর্থনীতির জন্যও কাজ করে। বিজিবি রোহিঙ্গাদেরও নিরাপত্তা দিচ্ছে। রোহিঙ্গাদের আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করে যাচ্ছি। আশা করি, তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারবে। বিজিবির কুচকাওয়াজ দেখে আমি আনন্দিত। বিশেষ করে, নারী সদস্যদের ড্রিল দেখে আমার বেশ ভালো লেগেছ।’