দেশের পাঁচ হাজার নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে সরকার। আইসিটি বিভাগের অধীনে দেশের ৬৪টি জেলা এবং ৫০০টি উপজেলায় দেশের নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরু করার জন্য এ অনুদান দেওয়া হবে।
গতকাল শনিবার (২ মার্চ) রাজধানীর পূর্বাচলে দেশীয় নারী উদ্যোক্তাদের সংগঠন ‘উইমেন এন্ড ই-কমার্স ট্রাস্ট উই’ আয়োজিত ‘উই কালারফুল ফেস্ট ২০২৪’ অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাইদ আহমেদ পলক বলেন, ‘উইমেন এন্ড ই-কমার্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলা এবং ৫০০টি উপজেলায় নারী উদ্যোক্তাদের ব্যবসা শুরুর জন্য স্টার্টআপ সিড মানি এই অর্থবছরে চালু করা হবে। বিগত দিনে আইডিয়া প্রকল্প হতে দুই হাজার নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।’
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা ১৩ কোটির অধিক। উচ্চ গতির ইন্টারনেট সুবিধা থাকার ফলে দেশের উদ্যোক্তারা তাদের পণ্য এবং ব্যবসা প্রসার করতে পারছে।
সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় সেবাটি যেন সুবিধামতো সময়ে, জায়গায় এবং মাধ্যমে নিতে পারে সে জন্য ২ হাজারেরও অধিক সেবাকে ডিজিটালাইজড করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সারা দেশে প্রায় ৯ হাজারের অধিক ডিজিটাল সেন্টারে প্রায় ১৮ হাজারের বেশি উদ্যোক্তা কাজ করছেন। যেখানে প্রায় ৫০ শতাংশই নারী উদ্যোক্তা।