মেসি-সুয়ারেজে মায়ামির গোল উৎসব

মেসি-সুয়ারেজে মায়ামির গোল উৎসব

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় একটা লম্বা সময় গোলের বন্যা বইয়েছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সেই জুটি জমে উঠেছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারেও। ইন্টার মায়ামির জার্সিতে এই দুই তারকার জোড়া গোলে অরল্যান্ডো সিটিকে উড়িয়ে দিয়েছে মায়ামি।
 

আজ রোববার (৩ মার্চ) অরল্যান্ডো সিটিকে ইন্টার মায়ামি উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে। জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। অন্য গোলটি এসেছে রবার্ট টেলরের পা থেকে।

ম্যাচের চতুর্থ মিনিটেই এমএলএসে নিজের প্রথম গোল করে বসেন উরুগুইয়ান তারকা সুয়ারেজ। ডান প্রান্ত থেকে জুলিয়ান গ্রেসেলের বাড়ানো বল দুর্দান্ত ফিনিশিংয়ে জালে জড়ান এ স্ট্রাইকার। প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও সময় লাগেনি এই তারকা স্ট্রাইকারের।

ম্যাচের ১১তম মিনিটে বক্সের বেশ বাইরে থেকে আক্রমণ তৈরি করেন সুয়ারেজ। গ্রেসেলের সহায়তায় দারুণ এক ফিনিশিংয়ে নিজের জোড়া গোল পূরণ করেন এই তারকা ফুটবলার।

এরপর ম্যাচের ২৯তম মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে সুয়ারেজের। এবারও বল পান তিনি গ্রেসেলের কাছ থেকে। তবে নিজে শট নেওয়ার ঝুঁকি না গিয়ে তিনি বাড়িয়ে দেন একদম ফাঁকায় দাঁড়িয়ে থাকা টেইলরকে। ফাঁকা গোলে বল পাঠাতে কোনো সমস্যাই হয়নি তার। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ইন্টার মায়ামি।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দলটি। ম্যাচের ৫৭তম মিনিটে দারুণভাবে বক্সে ঢুকে জর্দি আলবা আলতো করে বল পাঠিয়ে দেন গোলকিপারের ওপর দিয়ে। কাছেই থাকা মেসি বুক দিয়ে বল নামিয়ে আলতো করে পাঠিয়ে দেন জালে। ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।

নিজের প্রথম গোলের পর দ্বিতীয় গোল পেতেও খুব একটা অপেক্ষা করতে হয়নি মেসিকে। ম্যাচের ৬২তম বক্সের বাঁ দিক থেকে সুয়ারেজের বাড়ানো বলে দারুণ এক হেডে গোলকিপারের ডান পাশ দিয়ে তা জালে পাঠান বিশ্বকাপজয়ী তারকা। এরপর ম্যাচের বাকি সময়ে আরও বেশ কিছু আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি মায়ামি। যার ফলে ৫-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।