ঝিনাইদহ সীমান্ত থেকে পাঁচ স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহ সীমান্ত থেকে পাঁচ স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা স্বর্ণের মূল্য আনুমানিক চার কোটি পঁয়ত্রিশ লাখ টাকা।
 

আজ শনিবার (২ মার্চ) দুপুরে সীমান্তের সীমান্ত পিলার ৫১ থেকে বাংলাদেশ সীমানার ২৫০ গজ অভ্যন্তরে অভিযান চালিয়ে মাটিলা বিওপির সদস্যরা স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক (অধিনায়ক) এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক এম সালাহউদ্দিন চৌধুরী জানান, চোরাকারবারীরা সীমান্ত সংলগ্ন কৃষিজমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ওপারে (ভারতে) নেওয়ার চেষ্টা করছিল। আগে থেকেই খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারীরা একটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় পাঁচটি স্বর্ণের বার (প্রতিটি ১ কেজি করে সর্বমোট ৫ কেজি) উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য চার কোটি পঁয়ত্রিশ লাখ নয় হাজার নয়শ পঁয়তাল্লিশ টাকা মাত্র। স্বর্ণের বার পাঁচটি সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে। একই সাথে চোরাকারবারীদের আটকের জন্য বিজিবি অভিযান শুরু করেছে।