ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১০ জন

ডেঙ্গুতে মৃত্যু নেই, আক্রান্ত ১০ জন

দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের।স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত বছর ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১ লাখ ১০ হাজার ৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ১১ হাজার ১৭১ জন। আর ওই বছরে মোট হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন।