গ্রিন কোজি কটেজে আগুন : অজ্ঞাতনামা আসামি করে পুলিশের মামলা

গ্রিন কোজি কটেজে আগুন : অজ্ঞাতনামা আসামি করে পুলিশের মামলা

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) দিনগত রাতে রমনা থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করে। আজ শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী মামলার বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।
 

জানা গেছে, মামলায় কোনো আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি। মামলায়, অবহেলাজনিত হত্যাকাণ্ডসহ আরও কিছু আইনের ধারা উল্লেখ করা হয়েছে।

এর আগে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনটির দুই রেস্তোরাঁ মালিক ও কাচ্চি ভাইয়ের ম্যানেজারকে আটক করে পুলিশ। পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে আরও কয়েকজনকে।

পুলিশ জানায়, আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে। মামলাটি তদন্ত করছেন রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবু আনসার।

ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান বলেন, ‘বেইলি রোডের আগুন লাগার ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করে।’

গত বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন ১২ জন। সাত তলাবিশিষ্ট ওই ভবনের সবকটি তলায়ই রেস্তোরাঁ ছিল।