‘হিজাব না পরায়’ ছাত্রীদের চুল কেটে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

‘হিজাব না পরায়’ ছাত্রীদের চুল কেটে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

মুন্সীগঞ্জে হিজাব না পরায় সপ্তম শ্রেণির ছয় ছাত্রীর চুল কেটে দিয়েছেন বলে রুনিয়া সরকার নামে এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সিরাজদিখানে সৈয়দপুর আবদুর রহমান স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে দাবি করেন ভুক্তভোগী ছাত্রীদের পরিবার।  

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ ওঠা শিক্ষকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ‘বিষয়টি আমরা বুধবার রাত ৯টার দিকে জানতে পেরেছি। ঘটনাটি শুনে আমরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যেহেতু শিক্ষক এনটিআরসিএ কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত, আমরা তাদেরকেও এ বিষয়েও রিপোর্ট করব। এ ছাড়া আমরা অধ্যক্ষকে নির্দেশ দিয়েছি শিক্ষার্থীদের জন্য ইতিবাচক পদক্ষেপ নিতে, যাতে তারা সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।’

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, ‘আমি শুনেছি, হিজাব না পরার জন্য শিক্ষিকা কাঁচি দিয়ে শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা করেছেন। হয়তো তিনি শিক্ষার্থীদের সামান্য চুলও কেটেছেন। আমি আসলে নিশ্চিত করে বলতে পারছি না। ঘটনাটি (বুধবার) বিকেলে ঘটেছিল। এরপরই স্কুল ছুটি হয়ে যাওয়ায় আমি সময়মতো ঘটনাটি জানতে পারিনি। এখনও পর্যন্ত কোনো শিক্ষার্থী বা অভিভাবক আমার কাছে কোনো অভিযোগ করেনি। তারপরও আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ওই শিক্ষকের বিরুদ্ধে।’