রাজধানীর পল্লবী থানার মিরপুর ১২নং ঝিলপাড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে দাঁড়িয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলটির নেতারা।
এদিন বিএনপির নির্বাহী কমিটির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
এ সময় আমিনুল হক বলেন, ‘সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় মানুষের কষ্ট তাদের বিবেককে নাড়া দেয় না। দেশের মানুষ যখন দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে দিশেহারা, তখন আবারও বিদ্যুৎতের মূল্যবৃদ্ধির ঘোষণা জনগণের সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই না।’আমিনুল হক আরও বলেন, ‘বিএনপির জন্ম হয়েছিল জনগণের স্বার্থ রক্ষার জন্য।
বিএনপি ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না। নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য বিএনপি সব সময়ই কাজ করে আসছে।
তারই ধারাবাহিকতায় আজ আমরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।’এ সময় পল্লবী থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গত ১৯ ফেব্রুয়ারি পল্লবী থানার মিরপুর ১২নং ঝিলপাড় বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।