জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড, চারজনের জরিমানা

জাটকা ধরায় ১৫ জেলের কারাদণ্ড, চারজনের জরিমানা

চাঁদপুরের মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে ১৫ জেলের কারাদণ্ড এবং চার জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 
তানজিমুল ইসলাম বলেন, ‘গতকাল সোমবার দিনগত রাতে মেঘনা নদীর আমিরাবাদ থেকে অভিযান পরিচালনা শুরু করা হয়। অভিযানে ১৯ জেলেকে আটক করা হয়।
এদের মধ্যে ছয়জনকে ১৫ দিন এবং ৯ জনকে সাতদিন করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।’ 

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ এহসান উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা মুশফিকুর রহমানসহ কোস্ট গার্ডের কর্মকর্তারা।