সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজধানীতে একজন গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে রাজধানীতে একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার পূর্বাচলে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মূলহোতা ফাহিম হাসান দিহানকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলক্ষেত থানার পাতিরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
মাহফুজুর রহমান জানান, গত ৩ ফেব্রুয়ারি রাতে পূর্বাচলের ময়েজ উদ্দিন চত্বরে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়। সেই রাতে এক মেয়েকে তার চাচাতো ভাই সাব্বির (১৯) কনসার্টে যাওয়ার জন্য অনুরোধ করেন।
বারবার অনুরোধ করায় ভুক্তভোগী তার চাচাতো ভাইয়ের প্রস্তাবে রাজি হয়ে রাত ১০টার দিকে কনসার্টে হাজির হয়। কনসার্ট চলাকালীন সাব্বির ও আনাস কাজী তাদের সহযোগীরা ভুক্তভোগীকে ধর্ষণের পরিকল্পনা করে। তাদের পরিকল্পনা অনুসারে কনসার্ট শেষ হলে রাত আনুমানিক পৌনে একটার দিকে দিহান নামে একজন তার প্রাইভেট কার নিয়ে আসে। সেই কারে দিহান, শাকিল, জাহিদ ওরফে শুভ, সালমান এবং আরাফাত অবস্থান করে।

মাহফুজুর রহমান আরও জানান, সাব্বির একটি মোটরসাইকেল যোগে ভুক্তভোগীকে কনসার্ট এলাকা থেকে একটু দূরে নিরিবিলি জায়গায় নিয়ে আসে। দিহান তার প্রাইভেট কারে শাকিল, জাহিদ, সালমান ও আরাফাতকে নিয়ে সাব্বিরের মোটরসাইকেলের পিছন পিছন হাজির হয়।
সেখানে পৌঁছে তারা সাতজন আবার পরামর্শ করে এবং ভুক্তভোগীকে প্রাইভেট কারের পেছনে বসায়। অল্প কিছুক্ষণ পরে সাব্বির ও আনাস কাজী ভুক্তভোগীর সাথে কথাবার্তা বলে। একপর্যায়ে তারা কিশোরীর পরিধেয় বস্ত্র খুলে ফেলে এবং ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। তারা ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করে। এরপর রাত আড়াইটার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেয় তারা। এ ঘটনায় গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি মামলা করেন সেই কিশোরী। গ্রেপ্তার ব্যক্তিকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।