প্লে-অফ মাতাতে বরিশালের অনুশীলনে মিলার

প্লে-অফ মাতাতে বরিশালের অনুশীলনে মিলার

প্লে–অফের আগে শক্তি বাড়াতে ফরচুন বরিশালে যোগ দিলেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচ দিয়ে প্রথমবারের মতো বিপিএলে খেলতে নামবেন এই বাঁহাতি হার্ড হিটার ব্যাটসম্যান। ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছেই দলের সঙ্গে মিলার চলে যান মিরপুর শের-ই-বাংলার মাঠে। একাডেমি মাঠে তিনি অনুশীলনও করেছেন। শুরুতে শারীরিক অনুশীলনে নজর দেন। এরপর তাকে বরিশাল অধিনায়ক তামিম ইকবালসহ সতীর্থদের সঙ্গেও কথা বলতে দেখা যায়।

বরিশাল যদি ফাইনাল অব্দি যায় তাহলে মিলারকে তিন ম্যাচের জন‌্য পাওয়া যাবে বিপিএলে। এর আগে একাধিকবার মিলার আসার শোরগোল উঠলেও তাকে খেলাতে পারেনি কেউ। সেই কাজটাই করে দেখাল বরিশাল। এখন দলটির জার্সিতে শুধু তার মাঠে নামার অপেক্ষা।

তারকায় ঠাসা বরিশাল দলে মিলারের অন্তর্ভুক্তি দলটির শক্তিতে দেবে ভিন্ন মাত্রা। ফ্র‍্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে জনপ্রিয় এই ক্রিকেটার এখন পর্যন্ত খেলেছেন ৪৬৬টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ। ১৩৮.২১ গড়ে এই বাঁহাতি ব্যাটারের নামের পাশে রয়েছে ১০ হাজারের বেশি রান।