আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

দেশের ক্রিকেটের এক সময়ের খুব পরিচিত নাম আল আমিন হোসেন। কিন্তু, নানা নেতিবাচকতা আর পারফর্মের ছন্দহীনতায় হারিয়ে গেছেন তিনি। বিশেষ করে, নারী ঘটিত ব্যাপারে বেশ কয়েকবারই নাম জড়িয়েছে তার। এমনকি স্ত্রীর কাছে যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র করে আলোচিত হন তিনি।
বিপিএলের মাঝপথে আরও একবার আলোচনায় আল আমিন। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানা আক্তার প্রীতির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধলেন এই পেসার।চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন আল আমিন।
তার দলই এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ চার নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম পেয়েছে খানিকটা বিরতি। যেই সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয় বিয়ে করলেন আল আমিন।আল আমিনের নতুন স্ত্রীর বাড়ি কুষ্টিয়া। কয়েকদিনের মধ্যেই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে।
 তবে, এরচেয়ে বেশিকিছু এখনও জানা যায়নি।এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে ইসরাতের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। তবে, স্ত্রীর করা মামলায় দেশব্যাপী তখন ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই ক্রিকেটার। ইসরাতের সঙ্গে আগে সংসারে দুটি সন্তান রয়েছে এই ক্রিকেটারের।